প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শ্রমিকের স্বীকৃতি ও সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: মে ১, ২০২৫, ০১:৪২ পিএম
শ্রমিকের স্বীকৃতি ও সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি রোডম্যাপ বাস্তবায়ন এবং শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণে বাংলাদেশ কাজ করছে। এ প্রক্রিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত জাতীয় পরিকল্পনাও যুক্ত রয়েছে।

বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে।’

প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্র-শ্রমিক-জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তবে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়, যদি শ্রমিকদের জীবনমান অপরিবর্তিত থেকে যায়। তাই আজকের প্রতিপাদ্য টেকসই উন্নয়নের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা হলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। তারা একে অপরের পরিপূরক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দেশকে নতুন করে গড়তে হলে মালিক-শ্রমিকের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। শ্রমিকের সম্ভাবনাকে বিকশিত করার মাধ্যমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেই এগিয়ে যেতে হবে।”

ইএইচ