প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ।
সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সভা আয়োজন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে।
সিইসি বলেন, "আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিন তারা শপথ করেছেন যে কোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুসারে নির্বাচন পরিচালনা করবেন। অতীতের পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য।"
তিনি বলেন, "আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করবো সহি নিয়তে, সঠিকভাবে, আইন মেনে করবো। বিবেকের দায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করবো, ইনশাল্লাহ।"
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না—এ ধরনের রাজনৈতিক বিতর্কে আমরা জড়াতে চাই না। আমরা রাজনীতি পরিহার করে নিরপেক্ষভাবে কাজ করছি, এজন্য অনেকেই আমাদের ওপর অসন্তুষ্ট। সংস্কার কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো আমরা সচেতনভাবে এড়িয়ে চলছি।"
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। সকল সদস্য মিলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না।"
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি জানান, "শপথ গ্রহণের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। নির্বাচন কমিশনের এখতিয়ার শুধু আদালতের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশ করা। আদালতের নির্দেশ অনুযায়ী দশম দিনে আমরা গেজেট প্রকাশ করেছি।"
ইএইচ