ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ

সুমন খান, ঢাকা প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০২:৩৫ পিএম
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সানে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: আমার সংবাদ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকাল থেকে চলা এ কর্মসূচির কারণে নগর ভবনে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ নাগরিকরাও।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, “ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি।”

নগর ভবনের প্রকৌশল শাখার কর্মকর্তা রাসেল মাহমুদ বলেন, “সকাল থেকেই বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমাদের কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না।”

এর আগে বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে ‘ঢাকাবাসী’ ব্যানারে হাজারো মানুষ নগর ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপস্থিত জনতা বিক্ষোভ শুরু করেন এবং ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

ইএইচ