প্রেস সচিব শফিকুল আলম

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৮:৫০ পিএম
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে

আসন্ন জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ লক্ষ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের বিষয়ে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে, যা আগের তুলনায় ভালো। যেসব খাতে সংস্কার প্রয়োজন, সেসব খাতে ইতোমধ্যেই সংস্কার কাজ শুরু হয়েছে। অর্থনীতিতেও বড় ধরনের কিছু সংস্কার বাস্তবায়ন হয়েছে এবং সামনে আরও কিছু সংস্কার আসবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে কনসালটেশন কমিশন বেশ কয়েকটি বৈঠক করেছে, যার শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৫ মে। কেউ কেউ অস্থিরতা প্রকাশ করলেও আমরা মনে করি—আমাদের কাজ সুনির্দিষ্ট ও সঠিক গতিতে এগোচ্ছে।”

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “সরকার কেবল বাক-স্বাধীনতা নয়, বরং গণমাধ্যমকর্মীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার দিকেও মনোযোগ দিচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইএইচ