ছিনতাইয়ের শিকার আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হৃদয়

জবি প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৬:৪৮ পিএম
ছিনতাইয়ের শিকার আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হৃদয়

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন হৃদয়।

শুক্রবার সকালে কেরানীগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুড়িগঙ্গা সেতু-৩ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি ক্যামেরা, দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। 

পরে তিনি কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, বুড়িগঙ্গা সেতু-৩ সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। তারা এ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী মুন হৃদয় বলেন, “আজ সকালে একটি কাজে কেরানীগঞ্জ গিয়েছিলাম। ফেরার পথে বুড়িগঙ্গা সেতু-৩ এলাকায় একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী আমাদের গতিরোধ করে। তাদের একজন আমার পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে বলে— ‘তোর কাছে যা আছে, সব দে।’ কিছু বুঝে ওঠার আগেই তারা সবকিছু ছিনিয়ে নেয়।”

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। তার সহকর্মী ইমরানের ক্যামেরাটিও নিয়ে যায়। এ ঘটনায় তাদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।

প্রসঙ্গত, মুন হৃদয় একজন প্রতিভাবান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তার তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফিক, Siena Awards, ও UNESCO Silk Road Photography Contest-এ স্থান পেয়েছে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

ইএইচ