জলঢাকায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের জেল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ১০, ২০২২, ০৫:৫৪ পিএম
জলঢাকায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের জেল

নীলফামারীর জলঢাকায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে এরশাদ আলী (২৮) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। 

জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১০ মে) সকাল ৭ টায় উপজেলার নেকবক্ত এলাকার (ছদ্ম নাম) শিলা আক্তার (১৮) পৌরশহরে প্রাইভেট পড়তে আসার পথে শহরের কৈমারী রোড বটতলী নামকস্থানে রাস্তায় কোন মানুষজন না থাকায় পিছন থেকে ধাওয়া করে আসা এরশাদ আলী তার পথরোধ করে জোরপূর্বক তাকে শ্লীলতাহানি করে বাইসাইকেলযোগে পালিয়ে যায়। পরে ওই কলেজ ছাত্রী থানায় লিখিত অভিযোগ করলে কৈমারী রোডের এক ব্যবসায়ীর দোকানের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে
সকাল ১১ টায় অভিযান চালিয়ে পৌরশহরে চেরেঙ্গা দোলাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এরশাদ আলীকে আটক করেন থানার এস.আই মিনহাজুর রহমান।

শিলা আক্তার রাবেয়া চৌধুরী ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি পরিক্ষার্থী। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবীর।

আমারসংবাদ/কেএস