কমলগঞ্জে ৯২০০ লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৪:৩৮ পিএম
কমলগঞ্জে ৯২০০ লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে মজুদ করা প্রায় ৯২০০ লিটার ভোজ্যতেল (সয়া‌বিন) জব্দ করা হয়েছে।

শ‌নিবার (১৪ মে) সকা‌ল ১০ টায় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপজেলার মুন্সীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেসার্স সালাউদ্দিন স্টোরে পূর্বের দামের ৯১৬৮ লিটার অবৈধ মজুদ সয়াবিন তেল জব্দ করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যাল‌য়ের সহকা‌রি প‌রিচালক মো: আল আ‌মিন এর নেতৃ‌ত্বে ও র‌্যাব-৯ ফো‌র্সের সহযোগিতায় উক্ত অভিযা‌ন প‌রিচালনা করা হয়।

মজুতকৃত সয়া‌বিন তেলের বোতলের গা‌য়ে আগের মূল্য লেখা রয়েছে, যাহা পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানের (মেসার্স সালাউদ্দিন স্টোর) মালিক সালাউদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা আ‌রোপ ও তা আদায় করা হয় এবং জব্দকৃত ৯১৬৮ লিটার সয়াবিন তেল উপস্থিত জনসাধারণের মা‌ঝে বোতলের গায়ে উ‌ল্লে‌খিত মূল্যে বিক্রি করা হয়।

জব্দকৃত সয়া‌বিন তেল ও নগদ ১ লাখ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মো: আল আমীন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।