কেন্দুয়ায়য় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২২, ০৬:৩৩ পিএম
কেন্দুয়ায়য় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে তাজ্জত আলী (৪০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে। তাজ্জত আলী উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত রূপচান মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩) দুপুরের দিকে বাড়ির পাশের ভেঙ্গুরা হাওরে। 

বিষয়টি নিশ্চিত করে গ্রামের এমরান মিয়া সাংবাদিকদের জানান, দুপুরে বৃষ্টিপাত শুরু হলে হাওর থেকে গরু আনতে যায় কৃষক তাজ্জত আলী।

এ সময় বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে ক্ষেতে পড়ে থাকেন। রতন মিয়া নামে অন্য এক কৃষক তাকে এই অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। 

পরে স্বজনরা পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজ্জত আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি আমার জানা নেই খুঁজখবর নিয়ে দেখছি। 

আমারসংবাদ/এআই