আমার সংবাদে খবর প্রকাশের পর

দাঁতভাঙ্গার বন্যা কবলিতদের পাশে পুলিশ

রৌমারী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০২:০৬ পিএম
দাঁতভাঙ্গার বন্যা কবলিতদের পাশে পুলিশ

দৈনিক আমার সংবাদে খবর প্রকাশের পর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের বন্যা কবলিতদের পাশে দাড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
 
পুলিশ সুপারের নির্দেশ মতে শুক্রবার বিকেলে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ নিজে উপস্থিত থেকে দাঁতভাঙ্গা ইউনিয়নের নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার (চিড়া,মুড়ি, গুড়,বিস্কুট), তেল, চিনি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাবান, মোমবাতি, লাইটার্স, বিতরণ করেন এবং বন্যার্তদের খোঁজখবর নেন। 

রৌমারী থানা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, পুলিশ সবসময় বন্যার্তদের পাশে আছে এবং থাকবে।

এসময় উপস্থিত ছিলেন-রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ, এস আই আনছের আলী সহ পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৩ জুন আমার সংবাদে ‌'১০ দিনেও ত্রাণ পৌঁছেনি দাঁতভাঙ্গায়' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাতয়ারার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নজরে আসলে দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ান। 

আমারসংবাদ/এআই