বরিশালে ত্রিমুখী সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৪:০৯ পিএম
বরিশালে ত্রিমুখী সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

বরিশালের উজিরপুরে কাভার্ডভ্যান-বাস ও মাহেন্দ্রা সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাক-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যান চালক আবিদ আলী (৪২) রংপুর জেলার পীরগাছা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মোজাম্মেদ উদ্দিনের ছেলে। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেল্লাল হোসেন জানান, কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে তরী পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যা-ের উত্তর পাশে পৌছালে বরিশালগামী মিনি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের পিছনে থাকা একটি মাহেন্দ্র এসে সজোরে দুর্ঘটনা কবলিত গাড়ির উপর আছড়ে পড়ে। এতে মিনি কাভার্ডভ্যানের চালক আবিদ আলী গুরুতর আহত হলে তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত প্রায় ২০ জন বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিরাজ আহমেদ বলেন, কাভার্ডভ্যান চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বে পথেই তার মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় আর কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি বলে জানান এ চিকিৎসক।

কেএস