পা ধরার পরেও রোগীকে পেটাচ্ছেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৫:৫২ পিএম
পা ধরার পরেও রোগীকে পেটাচ্ছেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের হাতে মারধরের শিকার হয়েছেন এক রোগী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় জানা যায়নি।

রোববার (১৪ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আকরাম এলাহীর কাছে চিকিৎসা নিতে আসা এক রোগীকে পেটাচ্ছেন। পা ধরার পরেও ওই রোগীকে বেধম পেটাচ্ছেন ডা. আকরাম এলাহী।  

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আকরাম এলাহী গণমাধ্যমকে বলেন, ‘আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলার পর আমি তাকে পিটিয়েছি। এতে আমার কোনো দোষ নেই, ইসলামিক রুলস অনুযায়ী ঠিক আছে বলে মন্তব্য করেন তিনি। ’

এ বিষয়ে ডা. আকরাম এলাহীর পিয়ন আতাউর গণমাধ্যমকে বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকের ওপরে থাপ্পড় মেরছে। এরপরেও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি। ’

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেন, ওই রোগী কোনো অভিযোগ করেননি, মিমাংসা হয়ে গেছে।

আমারসংবাদ/এআই