বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:৩৬ পিএম
বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বাজারের রাস্তায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে বাহুবল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে আরএফএল ডিলার মোঃ শফিকুল ইসলামকে ১০ হাজার, ব্যবসায়ী সাজিদুর রহমানকে ১০ হাজার ও মোঃ তারেক মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাহুবল বাজারের রাস্তা দখল মুক্ত করা হয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতায় করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি টীম।

কেএস