জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন দাখিল

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৪:৩০ পিএম
জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন দাখিল

তফসিল অনুযায়ী জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টেবর (সোমবার)। সেই তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত।

এই জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ১জন, জাসদ প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত (মহিলা) আসনে সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮জন মনোননয়নপত্র দাখিল করেছেন ।

জেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল মোতাবেক গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সে অনুযায়ী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম।

এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক ও নুরুল আমিন বকুল এবং জয়পুরহাট জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ ছাড়াও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা (ওয়ার্ড নং-১) ৪জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মোছা. সাবিনা ইয়াসনি, মোছা.রেবেকা সুলতানা, মোছা.সাবিনা আক্তার চৌধুরী ও মোছা.নাছিমা আক্তার।

সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা (ওয়ার্ড নং-২) ৫জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মিসেস রত্না রশিদ, মোছা.স্বপ্না, মোছা.আয়শা সিদ্দিকা, মোছা.শহিদা আফরিন আইভি, মোছা.আছিয়া খানম সম্পা।

সাধারণ সদস্য পদে পাঁচবিবি উপজেলা (ওয়ার্ড নং-১) ৩জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মো.ফারুক হোসেন ইব্রাহিম,  মো.মমতাজুর রহমান, ও মো.আবু সাঈদ আল মাহবুব চন্দন।

সাধারণ সদস্য পদে জয়পুরহাট সদর উপজেলা (ওয়ার্ড নং-২) ৫জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এ টি এম আলমগীর কবির, মো.মহসীন আলী, মাসুদ রানা রোজ, দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাক, ও মো. রমজান আলী।

সাধারণ সদস্য পদে কালাই উপজেলা (ওয়ার্ড নং-৩) ৫জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মো.ছানোয়ার হোসেন ছানা, মো.আব্দুস সোবহান মন্ডল, মো.রফিকুল ইসলাম, মো.সিনজুনুর রহমান এলিন, ও মো.আল ফারুক।

সাধারণ সদস্য পদে ক্ষেতলাল উপজেলা (ওয়ার্ড নং-৪) ৬জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এস এম তুহিন ইসলাম তৌফিক, মো.বেলাল হোসেন, মো.সাইফুল ইসলাম, মো.শফিকুল আলম তালুকদার, মো.আব্দুল হান্নান মিঠু ও মো.আজিজুল হক।

সাধারণ সদস্য পদে আক্কেলপুর উপজেলা (ওয়ার্ড নং-৫) ৯জন প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মো.মাজহারুল আনোয়ার, মো.আসলাম আলী মন্ডল, মো.গোলাম রব্বানী, মো.গোলাম মস্তোফা, মো.মাহমুদুল হাসান, মো.আব্দুর রহিম, মো.এনামুল হক, মো.ফিরোজ মন্ডল, ও মো.তারেক মাকতুম জোয়ারদার সজিব।

জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেলা পরিষদ নির্বাচন-২০২২ মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, তফসিল অনুযায়ী জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ২৮জন মনোননয়নপত্র দাখিল করেন। এই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো গতকাল (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়ন বাছাই ১৮ সেপ্টেম্বর (রবিবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫সেপ্টেম্বর (রবিবার)  এবং ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর (সোমবার)। 

এআই