রাতে পুলিশের অভিযান, সকালে মিললো আসামির লাশ

শরিফ শেখ, সাভার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৬:০৪ পিএম
রাতে পুলিশের অভিযান, সকালে মিললো আসামির লাশ

সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামির বাড়িতে অভিযান চালিয় পুলিশ। এসময় ওই আসামিকে না পাওয়া গেলেও পরদিন সকালে বাড়ির পাশে পাওয়া গেলো তার লাশ।

ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছাদ থেকে পরে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় সুলতান বেপারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন এ ঘটনা ঘটে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আশুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাচিব সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি সুলতানকে ধরতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে বাড়িতে প্রবেশ করতে বাঁধা দেয় সুলতানের পরিবার। একপর্যায়ে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করলেও সুলতানাকে পাওয়া যায় না। পরে বুধবার সকালে বাড়ির পাশেই তার রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, কিন্তু কীভাবে কী হলো বুঝতে পারলাম না। রাতে আমরা গিয়েছিলাম ওয়ারেন্টের আসামি সুলতানকে ধরতে। বাসায় ঢুকে আমরা আসামিকে পাইনি। সকালে শুনলাম তিনি মারা গেছে।

কেএস