হরিরামপুরে উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৩:৫৯ পিএম
হরিরামপুরে উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক ভূইয়া বাদলকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এমদাদুল হক ভূইয়া বাদল সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যা গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড বলে পরিগণিত বিধায় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সংগঠনের কার্যনির্বাহী পদসহ প্রাথমিক সদস্য পদ হতে তাকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু। অপরদিকে এমদাদুল হক ভূইয়া বাদল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।