রোহিঙ্গা ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’, গ্রেপ্তার ৪১

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০১:০৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’, গ্রেপ্তার ৪১

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃংখলা বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামীসহ ৪১ জন দুষ্কৃতিকারি গ্রেপ্তার হয়েছে। পরে গ্রেপ্তারদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় এ তথ্য জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গণমাধ্যম কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

এপিবিএন জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৮ এপিবিএন এর আওতাধীন উখিয়ার ১৩, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন এর পাশাপাশি উখিয়া থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করে।

ফারুক আহমেদ বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের পাশাপাশি ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা দুষ্কৃতিকারিদের গ্রেপ্তারে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়েছে।

"এতে বিভিন্ন মামলার পলাতক ১০ জন আসামি, মাদকসহ ৩ জন এবং নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন দুষ্কৃতিকারিকে গ্রেপ্তার করা হয়।"

এপিবিএন এর গণমাধ্যম কর্মকর্তা বলেন, "পরে গ্রেপ্তারদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।"

চলতি অক্টোবর মাসে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ২ টি ডাবল মার্ডারসহ ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক শিশুসহ মোট ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন রোহিঙ্গা কমিউনিটি নেতাও রয়েছেন।

টিএইচ