চাঁপাইনবাবগঞ্জে ৩৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০১:১১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ৩৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও তেলকুপি সীমান্ত এলাকায় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনস্থ চকপাড়া ও তেলকুপি বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

শনিবার (১২ নভেম্বর) রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত পৌনে ৩টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহল দল তেলকুপি বিওপির চাকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ২১৩ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। নিজস্ব তথ্যের ভিত্তিতে এ অভিযান চালোনো হয়।

অপরদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর সন্ধ্যায় চকপাড়া বিওপির হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল উপ-চকপাড়ায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪১ বোতল ফেনিডিসলি আটক করতে সক্ষম হয়।

এআই