লালপুরে আম গাছের সঙ্গে ঝুলছিলো স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ

লালপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৫:৪৩ পিএম
লালপুরে আম গাছের সঙ্গে ঝুলছিলো স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউপির সিরাজিপুর গ্রামের একটি আম গাছ থেকে নরেশ চন্দ্র সরকার (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার নগেন্দ্রনাথ সরকারের ছেলেও গোপালপুর বাজারের শ্রী দূর্গা জুয়েলার্সের মালিক ছিলেন তিনি।

স্থানীয়ও পরিবার সূত্রে জানা গেছে, নরেশ চন্দ্র সরকার দীর্ঘদিন থেকে মানুসিক রোগে আক্রান্ত ছিলো। মঙ্গলবার সন্ধ্যা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আজ সকাল ১১ টার দিকে একই গ্রামের একটি আম গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডিডি) মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। 

এআই