ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৩১ এএম
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায়  মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ করণে মাঝ পদ্মা নদীতে রজনী গন্ধা নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাট পয়েন্টের বানিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মা নদীতে রজনী গন্ধা নামের একটি ফেরি আটকে আছে। কুয়াশার ঘনত্ব কমলে পূনরায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।

এআই