মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৬:১২ পিএম
মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মানিকগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ কারায় দৈনিক নবচেতনা ও বার্তা বাজার পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সজল আলীর মটরসাইকেলের গতি রোধ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো: সবুজ মিয়া ও মো: আজিম মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ঘিওর থানাস্থ বাঠইমুড়ী বাজারে জনসম্মুখে মটরসাইকেলর গতিরোধ করে সাংবাদিক মো. সজল আলীকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ সজল আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলার বেরিরচর গ্রামের কোকিল মিয়ার ছেলে  মোঃ সবুজ মিয়া ও আরিফ মিয়ার ছেলে আজিম মিয়া শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ঘিওর থানাস্থ বাঠইমুড়ী বাজারে মটরসাইকেল গতিরোধ করে জনসম্মুখে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় মানিকগঞ্জের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। 
তিনি আরও জানান, ঘিওর উপজেলায় কোন মাদক ব্যাবসায়ীর জায়গা নেই।

কেএস