কক্সবাজারের পেকুয়ায় সড়কে শ্রমিক কাজে নিয়োজিত ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪, ২০ ও ২২নং স্টেশনের সদস্য বলে জানাগেছে। তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে সড়ক নির্মাণ কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা যায়, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার টু আতঁরআলী পাড়া সড়কের নির্মাণ বাস্তবায়ন কাজ চলছে। গত এক সপ্তাহ আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এক কিলোমিটার ওই সড়কে ব্রিক সলিং কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল ওই কাজ বাস্তবায়ন করছেন।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় সড়ক নির্মাণ কাজে ১৭জন শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে ১১জন শ্রমিক রোহিঙ্গা নাগরিক।
খোঁজ নিয়ে জানা যায়, আটক রোহিঙ্গা নাগরিকরা অল্প বেতনে শ্রমিক হিসেবে কাজ করছে শুরু থেকে কৌশলে রোহিঙ্গাদের এনে সাইডে কাজ করান ঠিকাদার জুবাইর। গত এক সপ্তাহ আগে উজানটিয়া সোনালী বাজারে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন তারা।
উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গনি বলেন, ১১রোহিঙ্গা আটকের খবর শুনেছি। তবে সাইডে রোহিঙ্গারা কাজ করেন এটা জানতাম না।
এ বিষয়ে জানতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহেরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
তবে শ্রমিকের মাঝি শাহ আলম জানায়, বিভিন্ন এলাকায় ঠিকাদার জুবাইরের কাজ চলমান রয়েছে। এসব সাইডেও রোহিঙ্গা শ্রমিক কাজ করছে। তারা কাজ করলেও সমস্যা হয়না।
পেকুয়া থানার ডিউটি অফিসার উপ সহকারী পরিদর্শক (এএসআই) পলি এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।