বিজেসির বিবৃতি

বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ উদ্দেশ্যমূলক

অর্থনৈতিক প্রতিবেদক প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৪:৩৭ পিএম
বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ উদ্দেশ্যমূলক

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়া উদ্দেশ্যমূলক ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)

সোমবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ এমন মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

বিবৃতিতে বিজেসি নেতৃবৃন্দ বলেন, তথ্য ও সংবাদ সংগ্রহের জন্য রিপোর্টাররা সব সময় বাংলাদেশ ব্যাংকে অবাধে যাতায়াত করে আসছিল। কোনো যৌক্তিক কারণ প্রদর্শন ছাড়াই সম্প্রতি রিপোর্টারদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়। বিজেসি মনে করে, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ উদ্দেশ্যমূলক ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশাধিকার নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন বিজেসি নেতৃবৃন্দ।

আরএস