চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সচেতনতা মূলক প্রচার

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৩:২১ পিএম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সচেতনতা মূলক প্রচার

বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে‍‍` এই স্লোগানকে সামনে রেখে  জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার ( ২৮ মার্চ) সকালে সদর থানাধীন শহীদ হাসান চত্বরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণায়, যাত্রাপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

জেলা পুলিশের উদ্যোগে দূরপাল্লাগ্রামী গণপরিবহনে সংশ্লিষ্ট গাড়ির নম্বর সম্বলিত সচেতনতামূলক ৯৯৯ স্টিকার লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা বিশেষ শাখা ডিআইও-(১) আলমগীর কবির, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল, টিআই (প্রশাসন) ওলিউজ্জামান, চুয়াডাঙ্গা জেলা বাস মালিক ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরএস