কালিয়াকৈরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৫:৪১ পিএম
কালিয়াকৈরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জমজম স্পিনিং নামে একটি সুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮টি ইউনিট অংশ নেয়।

দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড নামে একটি সুতা  কারখানার মূল ভবনের পাশে আধাপাকা একটি শেডে তুলার গুদাম রয়েছে।

বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে  ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটকে খবর দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, কাশিমপুর ও ইপিজেডের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার তুলায় আগুনের ঘটনা ঘটে। গাজীপুর ও কালিয়াকৈরসহ ৮টি ইউনিট প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও  ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এআরএস