সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০১:১৯ পিএম
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুরের সালথায় উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদ, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আবু নাসের হুসাইন, সালথা প্রেসক্লাবের আহবায়ক মো. সেলিম মোল্লা, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বল্লভদী ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান সাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী অফিসার মো. আক্তার হোসেন শাহীন আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের প্রতি তিনি আহবান জানান।

এআরএস