ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বেঁকে গেছে রেললাইন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১২:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বেঁকে গেছে রেললাইন

আবারও তীব্র গরমে রেল লাইন বেঁকে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় লাইনটি বাঁকা হয়ে যায় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

তিনি জানান, সকাল পৌনে ১০ টায় এ লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ঢাকায় যায়। এরপর সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি ফের বেঁকে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে তীব্র গরমে একই স্থানের রেল লাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টা পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

আরএস