মানিকগঞ্জের সিংগাইরে একটি চোরাই গাই (গরু), বহনকারী পিকআপসহ গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাতে চুরির সংবাদ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো চর সিংগাইর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মানিক (২৬), মো. হেলাল উদ্দিনের ছেলে জাহিদুল (২৫), ধানীসাফা গ্রামের কবির হোসেনের ছেলে অনিক (২৫)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা এলাকার ছায়েদ আলী (৭০) এর বসত বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে গৃহপালিত একটি গরু পিকআপ গাড়ী দিয়ে চুরি করে পালাচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মো. সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চোরাই কৃত গরু ও বহনকারী পিকআপসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অপরদিকে সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গরুর হাটের হাসিল ঘরের পাশ থেকে তিন চাকার ব্যাটারী চালিত মিশুক গাড়ী চুরির সংবাদ পেয়ে, তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে চুরি হওয়া মিশুক গাড়িটি উদ্ধার করাসহ গাড়ি চোর গোবিন্দল ভোর বাজার এলাকার মোতাহার দেওয়ানের ছেলে নুরে আলম (২২) কে গ্রেপ্তার করেন।
আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচআর