পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে গেছে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৭:২৩ পিএম
পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে গেছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অগ্নিকাণ্ডে গোয়ালঘর ভস্মিভূতের ঘটনায় ৫ গরু পুড়ে ছাই হয়েছে। জানা গেছে, গত রোববার পৌরশহরের কালুগাড়ী গ্রামে শাহানুর মিয়া অন্যদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন।

এদিকে গভীর রাতে গোয়ালঘরে মশানিধনে ধোঁয়া দেয়ার জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বলন্ত আগুনের দাউ-দাউ লেলিহান শিখা দ্রুত গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ৫টি গরু নিমিষেই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়।

এলাকাবাসীরা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গরুসহ গোয়ালঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫টি গরুসহ গোটা গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পলাশবাড়ী পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এইচআর