গোসাইরহাটে অবৈধ রেনু পোনাসহ আটক ৩, জরিমানা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৬:২৪ পিএম
গোসাইরহাটে অবৈধ রেনু পোনাসহ আটক ৩, জরিমানা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন থেকে অবৈধ রেনু পোনা সহ তিন জনকে আটক করেছেন গোসাইরহাট থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রবিবার (২১ মে) ভোর রাতে গোসাইরহাট থানার (ওসি তদন্ত) মোঃ ওবায়েদুল হক এর নেতৃত্বে এসআই মনিরুজ্জামানসহ একটি চৌকস টিম নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাসগুপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য সংরক্ষণ আইনের ৫ ধারায় খুলনা জেলার পাইকগাছা থানার কপিলবুলি গ্রামের বাবর আলীর ছেলে মোঃ কোহিনুর হোসেন (৩৫) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের নুর ইসলাম এর ছেলে মোঃ সজিব আকন (৪২) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন, একই গ্রামের মুল্লুক চাঁন বেপারীর ছেলে মোঃ আলী বেপারী (৩০) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

গোসাইরহাট থানার (ওসি তদন্ত) মোঃ ওবায়েদুল হক বলেন, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ একটি চৌকস টিম নিয়ে এই অভিযান পরিচালনা করে অবৈধ রেনু পোনাসহ তিন জনকে আটক করি এবং তাদেরকে গোসাইরহাট থানায় হস্তান্তর করি।পরে মোবাইল কোর্ট এর মাধ্যমে তিন জনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা ম্যাজিস্ট্রেট সুজন দাসগুপ্ত।

আরএস