রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে র‍্যালি আলোচনা সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৪:১৯ পিএম
রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে র‍্যালি আলোচনা সভা

বাগেরহাটের রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা এলজিইডি ইন্জিনিয়র গোলজার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, পিআইও মো. মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য দপ্তরের প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, রামপাল সরকারি কলেজের প্রভাষক শেখ শাহনেওয়াজ, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যাক্ষ ইজারদার নাহিদু্ল ইসলাম, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাব রামপালে এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পদক সুজন মজুমদার, স্বাস্থ্য সহকারী গাজী জোবায়েদ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তু্লে দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

আরএস