মনপুরায় নতুন ইউএনও‍‍`র পদায়ন

মনপুরা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ১২:৩৮ পিএম
মনপুরায় নতুন ইউএনও‍‍`র পদায়ন

দীর্ঘদিন অপেক্ষার পর ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দৈনিক আমার সংবাদসহ দেশের প্রথম শ্রেণির বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর মনপুরায় ইউএনও পদায়ন করে।

পদটি দীর্ঘ ৪ মাস শূন্য থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে মনপুরা উপজেলার জনসাধারণকে। ইউএনও পদায়নের খবরে স্বস্তি ফিরেছে উপজেলার জনসাধারণের মাঝে।

উল্লেখ্য যে, গত ২৭শে মে  "তিনমাস ধরে ইউএনওহীন মনপুরা" শিরোনামে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের এক মাস পর ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে মনপুরায় নতুন ইউএনও হিসেবে মো. জহিরুল কে পদায়ন করা হয়।

এব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই ইলাহী চৌধুরী জানান, দীর্ঘ ৪ মাস যাবত মনপুরা উপজেলায় ইউএনও না থাকায় এ উপজেলার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে মনপুরায় নতুন ইউএনও পদায়ন করা হয়েছে। আশাকরি এতে মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এদিকে পদায়নের পর নতুন ইউএনও মো. জহিরুল ইসলাম ইতিমধ্যে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আজ রোববার তিনি নিজ কর্মস্থল মনপুরায় যোগদান করেন।

এইচআর