প্রবাসী আয় বাড়াতে জনতা ব্যাংক ডোমার শাখার উপহার প্রদান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৭:০৫ পিএম
প্রবাসী আয় বাড়াতে জনতা ব্যাংক ডোমার শাখার উপহার প্রদান

নীলফামারীর ডোমারে জনতা ব্যাংক শাখার উদ্যোগে প্রবাসী আয় বাড়াতে উপহার প্রদান করা হচ্ছে। আগস্ট মাসে যারা বিদেশ থেকে জনতা ব্যাংক ডোমার শাখার মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে তাদের ছাতা ও মগ উপহার দেওয়া হচ্ছে। ৫০ হাজার টাকা পাঠালে একটি মগ এবং ১ লক্ষ বা তার উপরে পাঠালে একটি ছাতা প্রদান করা হচ্ছে।

জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মিনহাজ সাদাদ বলেন, উপহার পেয়ে মানুষের মধ্যে আগ্রহ অনেক বেড়েছে এবং এই পর্যন্ত প্রায় ৮০ জনকে উপহার দেওয়া হয়েছে।

জনতা ব্যাংক ডোমার শাখার ব্যবস্থাপক এ কে এম সেলিম রেজা বলেন, হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে নিরাপদ ও দ্রুত উপায়ে টাকা পাঠাতে আগ্রহী করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। ফলে আগের চেয়ে বৈদেশিক রেমিট্যান্স এর পরিমান এই মাসে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে আরও কিছু উদ্যোগ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এআরএস