রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের অবসানে আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে তিনি জেলেনস্কিকে আহ্বান জানান, যেন তিনি তুরস্কের ইস্তাম্বুলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে চান না। বরং তিনি রক্তক্ষয়ী সংঘাতের অবসানে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব মেনে নেওয়া উচিত ইউক্রেনের।”
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার বলেন, পুতিনের সঙ্গে যেকোনো আলোচনা শুরুর আগে অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রয়োজন।
ট্রাম্প আরও বলেন, “ইস্তাম্বুলে এই বৈঠকে আদৌ কোনো সমঝোতার সুযোগ আছে কি না, তা অন্তত বোঝা যাবে। যদি তা না-ও হয়, তবুও ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র বর্তমান বাস্তবতা বুঝে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।”
তিনি আরও মন্তব্য করেন, “আমি সন্দেহ করছি ইউক্রেন পুতিনের সঙ্গে কোনো চুক্তিতে যেতে চায় কি না। কারণ পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়ে ব্যস্ত—যে বিজয় যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কখনোই সম্ভব হতো না। এখনই সময়, সাক্ষাৎ করুন।”
ইএইচ