গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সেই সুদ কারবারি গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৪:২১ পিএম
গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সেই সুদ কারবারি গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষক মো. আসাদ আলীকে (৫৫) শিকলবন্দি করার ঘটনায় সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে গুরুদাসপুরের বাহদুর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ারুজ্জামান বলেন, সুদের টাকার জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে শিকলবন্দি করে রাখার বিষয়টি জানার পর শনিবার সন্ধ্যায় সুদ কারবারির বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই খবর পেয়ে ভুক্তভোগী কৃষককে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সুদ কারবারি আব্দুল আজিজ। রাতভর অভিযান চালিয়ে রোববার ভোরে তাকে আটক করে গুরুদাসপুর থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর শনিবার নাটোরের গুরুদাসপুরে সূদের ৫০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় মো. আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে সুদে কারবারি আব্দুল আজিজ হোসেন (৩৫) তার নিজ বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা বাহাদূরপাড়া গ্রামে শিকলবন্দী করে রাখে।

ঘটনাটি জানতে পেরে স্থানীয় সংবাদ কর্মীরা সংবাদ প্রকাশ করলে গুরুদাসপুর থানা পুলিশ রোববার ভোর ওই সুদে কারবারিকে আটক।

এইচআর