শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৪:৩১ পিএম
শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ আড়াই হাজারে ছয় বছরের শিশু ধর্ষণের পর হত্যা মামলায় নাঈম নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু আদালতে বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামি নাঈম বরগুনা জেলার লতাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ বিষয়ে নারী ও শিশু আদালতে পিপি অ্যাডভোকেট রকিবুজ্জামান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে আদালত এ রায়ের আদেশ দেন।

প্রসঙ্গত, ২০২১ সালে আড়াই হাজার উপজেলার পুরিন্দা গ্রামের রমজান আলীর ছয় বছরের শিশু সন্তানকে আইসক্রিম ও চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে আসামি নাঈম নিজের ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষনের পর হত্যা করে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে আড়াই হাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার সূএ ধরে আসামি নাঈমকে পুলিশ আটক করলে আসামি নাঈম ধর্ষনের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবান বন্দি দেয়।

এইচআর