মাটিরাঙ্গায় জাতীয় কণ্যাশিশু দিবস উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১২:৫৭ পিএম
মাটিরাঙ্গায় জাতীয় কণ্যাশিশু দিবস উদযাপন

‘বিনিয়োগে অগ্রাধিকার, কণ্যাশিশুর অধিকার, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় কণ্যাশিুশু দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জাতীয় কণ্যাশিশু দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণিল আয়োজনে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে এসে র‍্যালিটি শেষ।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মেজবাহ উদ্দিন, কিশোর কিশোরী ক্লাবের  ছাত্রী অর্পিতা, কিশোর কিশোরী ক্লাবের  ছাত্রী অংকিতা।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মো. ইউনুছ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়াসহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সামাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, দেশে কন্যা শিশুদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং বাল্যবিবাহ ও যৌতুকের হার কমে এসেছে। দেশের তৃণমূল পর্যায়ের কণ্যা শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে। পাশাপাশি ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম গড়ার প্রত্যয়ে কণ্যা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া উপবৃত্তির সুযোগসহ যুগোপযোগী শিক্ষার সুযোগ কণ্যাদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানান তিনি।

এআরএস