কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৬:৪৮ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অবসরজনীত কারণে ড. মো. ফরিদুল ইসলাম এঁর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

ড.মো. ফরিদুল ইসলাম  ১১ ব্যাচ (প্রশাসন)  ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা ছিলেন। 
তিনি কুড়িগ্রাম জেলা পরিষদে দুই সময়ে দশ বছর প্রধান নির্বাহী (ভারঃ) হিসেবে দায়িত্ব পালন করেছে। 

রোববার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় জেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ( সাবেক এমপি)  আলহাজ্ব মো. জাফর আলী।

এসময়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মো. ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা চেয়ারম্যান ইমান আলী,চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন,  উলিপুর পৌরসভা মেয়র মামুন সরকার মিঠু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, সদস্য হারুনুর রশিদ,জহির উদ্দিন, সোহেল সরকার,একরামুল হক বুলবুল, শিউলী বেগম,আাওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম রতন,ইঞ্জিনিয়ার  স্বদেশ সাহা, অ্যাড. ফারহানা জাহান নিপা। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ারুল কবির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মিজানুর রহমান, যুবলীগ নেতা মনিরুজ্জামান জনি সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
এরআগে কুড়িগ্রাম প্রেসক্লাব থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আরএস