কুমিল্লায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৮:৫৪ পিএম
কুমিল্লায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আজ বুধবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুমিলা জেলার ১৭টি উপজেলার শারদীয় দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, আমাদের জাতির বঙ্গবন্ধু একটা দেশ তৈরি করেছেন দেশটির নাম বাংলাদেশ। সে বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠান সবাই করবে এবং আমাদের ধর্মীয় অনুভুতি যে, আমরা এটা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, আপনাদের দূর্গা পূজাসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের পাশের মুসলমান ভাইকে আপনাদের আচার অনুষ্ঠানে নিমন্ত্রণ দেন, আমাদেরও ঈদসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের দাওয়াত দিয়ে একসাথে অনুষ্ঠান উদযাপন করি এবং আমরা সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো. মতিউল ইসলাম, ১৭ উপজেলার নির্বাহী অফিসার, র‌্যাবের কর্মকর্তা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

এআরএস