কুমিল্লায় গ্রামীণ নারীর শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০৪:৪৩ পিএম
কুমিল্লায় গ্রামীণ নারীর শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে সম্মেলন

কুমিল্লা বার্ডের রাজস্ব বাজেটে পরিচালিত গ্রামীণ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে টেকসই শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রায়োগিক গবেষণার বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক  অতিরিক্ত সচিব মো. হারুন- অর- রশিদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ, পরিচালক (পল্লী সমাজতত্ত্ব) জনাব নাছিমা আক্তার ও পরিচালক (প্রশাসন)  আইরিন পারভীন।

সম্মেলনে প্রায়োগিক গবেষণাভুক্ত ২৪টি মহিলা সংগঠনের ১৭০জন সদস্য অংশগ্রহণ করেন এবং সংগঠনগুলোর গত এক বছরের কার্যক্রমের বাস্তবায়ন ও আগামী এক বছরের পরিকল্পনা তুলে ধরেন।

এতে প্রায়োগিক গবেষণাভুক্ত ১৮টি মহিলা সংগঠন তাদের উৎপাদিত পণ্য  ও ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগের প্রদর্শনী করেন। সম্মেলনটির সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) ড. মো. মিজানুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধান প্রয়াগী গবেষক সাইফুল নাহার এবং সহকারী প্রাণীর গবেষক রহমতুল্লাহ রুমি।

সম্মেলনের শেষ পর্বে ২৪টি মহিলা সংগঠনের সদস্যদের মধ্য হতে ৩৮ জনকে ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে পুরস্কার প্রদান করা হয়।

এআরএস