নীলফামারীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন র‍্যাব-১৩ কমান্ডার

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৮:৪০ পিএম
নীলফামারীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন র‍্যাব-১৩ কমান্ডার

নীলফামারীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলাম। রোববার ১৫ অক্টোবর দুপুরে তিনি শহরের কালি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে র‍্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিতে পূজা উদযাপন  করতে পারে এবং কোথাও কোন বিশৃঙ্খলা  না ঘটে সেদিকে কঠোর নজরদারি থাকবে। এসময় তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নীলফামারী পূজা উদযাপন কমিটিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার কোম্পানি কমান্ডার সালমান নুর আলম, নীলফামারী কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. অক্ষয় কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপক চত্রুবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি রায়, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন সহ রংপুর ও নীলফামারীর র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরএস