বড়লেখায় ছাগল চরানোকে কেন্দ্র করে নারীর ওপর হামলা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৬:৫৮ পিএম
বড়লেখায় ছাগল চরানোকে কেন্দ্র করে নারীর ওপর হামলা

মৌলভীবাজারের বড়লেখায় বড়খলা গ্রামে ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষে হামলার শিকার হয়েছে ময়রুন নেছা( ৩৯) নামের এক অসহায় মহিলা। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। থানায় ৩ জনের নাম উল্লেখ করে জি ডি করেছেন।পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

(২৩ অক্টোবর)  সরেজমিনে উপজেলার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামে গেলে জানা যায় মৃত জমির আলীর মেয়ে ময়রুননেছা  (৩৯) বাড়ির টিলা ভুমির স্তল জায়গায় ছাগল চরানোতে গত ২১ অক্টোবর বেলা ১২ টায় গেলে ময়রুন নেছা হামলার শিকার হন। 

মইজ উদ্দিন ( ২৮) মরতুজ উদ্দিন বলাই (৬৫) ময়জুন নেছার উপর হামলা করেন।এলাকায় গেলে শামীম আহমদ, জোসনা বেগম,পারভিন বেগম,ফাতিমা বেগম জানান  মরতুজ উদ্দিন বলাই ও মইজ উদ্দিন পিতা পুএ সংঘবদ্ধ হয়ে ময়রুন নেছার উপর হামলা করে। বাড়ি থেকে বলাই মিয়ার ছেলে  শাহাব উদ্দিন হুমকি দেন আর এ মাটিতে দেখলে ঘাড়ের সবটুকু রক্ত বের করে নিয়ে যাবো এ কথা গুলো জানান প্রতিবেশী লোকজন।

বিবাদী পক্ষের মরতুজ উদ্দিন বলাই বলেন  মারধরের অভিযোগটি মিথ্যা। স্থানীয় ইউপি সদস্য হিফজুর রহমান বলেন দু‍‍`পক্ষের মধ্যে জায়গা নিয়ে কিছু বিরোধ রয়েছে। 

পুলিশের তদন্ত কর্মকর্তা এ এস আই হালিম মুঠোফোনে জানান পিতা পুত্র মিলে মহিলাকে হামলা করেছে তদন্তে পাওয়া গেছে। 

আরএস