নীলফামারীতে ল‍‍`ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৭:১২ পিএম
নীলফামারীতে ল‍‍`ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ ল‍‍`ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা জজ আদালত চত্বরের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন ল‍‍`ইয়ার্স কাউন্সিলের নীলফামারী জেলা শাখার আইনজীবীরা।

সমাবেশে ইউনাইটেড ল‍‍`ইয়ার্স কাউন্সিল নীলফামারী জেলা শাখার সভাপতি আল-ফারুক আব্দুল লতীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট জেলা শাখার আহবায়ক এস.এম ওবায়দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আখতারুজ্জামান জুয়েল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক আল-মাসুদ চৌধুরী, আনিছুর রহমান আজাদ, গোলাম মোস্তফা সজিব, সদস্য মুরছালিন রায়হান কাকন প্রমুখ। এতে সঞ্চলানা করেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নীলফামারী জেলা শাখার সদস্য মু.মামুনুর রশিদ পাটোয়ারী।

এসময় বক্তারা বলেন, গ্রেপ্তার করে আন্দোলনকে দমানো যাবে না।  এই সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। দেশের একজন স্বনামধন্য আইনজীবীকে এভাবে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট জেলা শাখার সদস্য মুরছালিন রায়হান কাকন, আজিম হোসেন, সহ বিএনপি-ও জামায়াত পন্থী আইনজীবীরা অংশ গ্রহণ করে।

এআরএস