শ্রীপুরে অবৈধ চায়না জাল ধ্বংস

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৬:১৫ পিএম
শ্রীপুরে অবৈধ চায়না জাল ধ্বংস

মাগুরার শ্রীপুর উপজেলার হানু নদী থেকে জব্দকৃত ২২ টি অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে দ্বারিয়াপুর ভূমি অফিসের সামনে জব্দকৃত এ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা তপনেন্দ্রনাথ সরকার ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জালগুলো জব্দ করেন।

সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু জানান, অভিযান চালিয়ে ২২টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রায়ই এমন অভিযান চলবে বলেও তিনি জানান।

এআরএস