সিঙ্গাইরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৮:৫৯ পিএম
সিঙ্গাইরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

পরিকল্পিত ভাবে মানিকগঞ্জ সিংগাইরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে মারপিট করে বলে জানা যায়। বৃহস্পতিবার ৭১ বাংলা আইপি টিভি ও গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ (বিপ্লব)কে এলোপাথাড়ি মারপিটের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সাংবাদিক বিপ্লব সকাল ৮.৩০ টায় উপজেলার জার্মিতা ইউনিয়নের সুধক্ষিরা গ্রামে সংবাদ সংগ্রহের কাজে যাচ্ছিল, রাস্তায় উৎ পেতে থাকা একদল সন্ত্রাস বাহিনী জালাল সাধুর দোকানের সামনে হঠাৎ এলোপাথাড়ি লোহার রোড, হাতুরি ও লাঠিসোটা দিয়ে মারপিট করতে থাকে, পরে সাংবাদিকের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে সন্ত্রাস বাহিনী চলে যায়।

এলাকার লোকজন বিপ্লবকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার ব্যাস্ত থাকায় সাংবাদিক বিপ্লব থানায় গিয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি সত্যতা পাওয়ায় সন্ত্রাসী বাহিনীর দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সিংগাইর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাবুল মিয়া (৩০) পিতা-আফাজ উদ্দিন, ইব্রাহিম খলিল (৫৮) পিতা-মৃত কুদ্দুস। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৩ নভেম্বর) মানিকগঞ্জ জেলা আদালতে সোপর্দ করেছেন বলে জানান থানা পুলিশ।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচআর