কেরানীগঞ্জে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় নাগরিক সমাজ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ১০:০৫ পিএম
কেরানীগঞ্জে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় নাগরিক সমাজ

ঢাকার কেরানীগঞ্জে “ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম”র আওতায় স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিকাল তিনটায় দিকে দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের উদ্যোগে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় জিনিয়াস ইন্সটিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক বিরাজমান অস্থিরতারোধসহ সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সুজন কেরানীগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক আলী আক্কাসের সভাপতিত্বে ও সহসভাপতি কাওসার আহমেদের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন- সুজন ঢাকা বিভাগের দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক তৌফিক জিল্লুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক, ঢাকা মহানগর সুজনের সাধারণ সম্পাদক জুবায়েরুল হক নাহিদ, সুজন কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক
বিজয় ইসলাম রাসেল প্রমুখ।

আরএস