আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।
জনগণের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে নির্বাচন সম্মুখে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করছেন। গত এক সপ্তাহে তিনি প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক মেরামত ও সংস্কার কাজ, প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণ কাজ ও সেতুর সংযোগ সড়ক নির্মাণ সহ সামাজিক উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
রোববার (১২ নভেম্বকর) রাজাগাতী ইউনিয়নের পূর্বদরিল্লা-কালীগন্জ বাজার ভায়া সুখাইজুরী সেতু সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ট কর্মী ও জনগণের সেবক। সরকারের উন্নয়ন জনগণের নিকট পৌছের দেওয়াই আমার একমাত্র দায়িত্ব ও কর্তব্য।
উল্লেখ্য গত এক সপ্তাহে- নান্দাইল হেডকোয়ার্টার হতে আঠারবাড়ী সড়ক মেরামত ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। বাশঁহাটি বাজার আরএন্ডএইচ হতে আঠারবাড়ী সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। সালুয়াপাড়া এফআরবি হতে কালিয়াপাড়া বাজার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
বীরকামটখালী হতে টাওয়াল দক্ষিণ বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। চৈতনখালী বাজার হতে খারুয়া বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেতাগৈর ইউপি হতে বীরকামটখালী বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। সিংদই কলেজ গেইট বাজার হতে জামতলা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
আবালধনী বাজার -সিংদই ভায়া সিংদই টঙ্গীর চর পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন। ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন। তালতলা মোড় হতে কান্দাপাড়া সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। মাজার বাসস্ট্যান্ড হতে বৈরাটি গোরস্থান পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
মোয়াজ্জেমপুর ইউপি -কালিয়াপাড়া বাজার ভায়া বাহাদুর হাইস্কুল পর্যন্ত সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। নান্দাইল সুতারাটিয়া -উদলা বাজার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। শিয়ালধরা বাজার -সিংরইল ইউপি সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। হরিপুর প্রাইমারী স্কুল -হরিপুর চৌরাস্তা থতেলিয়া ফেরিঘাট সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন।