বিদ্যালয়ে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৪:৩৩ পিএম
বিদ্যালয়ে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি

মাগুরা মহম্মদপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি করণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সোমবার সকালে ঝরে পড়া ৩০ জন শিশুদের মাঝে ব্যাগ, ড্রেস, স্কুল-সু, বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ আর্থিক বিভিন্ন প্রণোদনা বিতরণ করেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ওয়াহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রোকুনুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. আশরাফুল আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

এছাড়া অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেল পরিষদের  ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. বেবী নাজনীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়াহিদুজ্জামান।

এইচআর