গুরুদাসপুরে কাভার্ডভ্যানে আগুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৯:০৬ পিএম
গুরুদাসপুরে কাভার্ডভ্যানে আগুন

নাটোরের উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রাণ কোম্পানীর একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় আইরমারি ব্রিজ সীমান্তে এ ঘটনা ঘটে।

গাড়ির স্টাফ সূত্র জানায়, সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে প্রাণ কোম্পানীর ডিপো নাটোর যাওয়ার পথে হাটিকুমরুল মহাসড়ক নয়াবাজার আইরমারি ব্রিজ সীমান্ত এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে কাভার্ডভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে চালক গাড়িটি থামালে আগুন দেয়। এতে দ্রুত আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ডভ্যানের ইন্জিন, চাকা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ওসি মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এআরএস