মাদকাসক্ত রোগীদের পুনর্বাসনে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৪:৪৫ পিএম
মাদকাসক্ত রোগীদের পুনর্বাসনে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত রোগীদের পুনর্বাসনের লক্ষ্যে নিরাময় কেন্দ্রের মালিকদের নিয়ে মঙ্গলবার সকালে সেমিনার আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মো. নূর উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাদকাসক্ত রোগীদের পুনর্বাসনের জন্য কাজ দিতে হবে, যার যে যোগ্যতা আছে সে অনুযায়ী চাকুরীর ব্যবস্থা করতে হবে, তাহলে তারা পুনরায় মাদকের পথে আসবে না।

এ বিষয়ে তিনি নিরাময় কেন্দ্রের মালিকদের সাথে যৌথ মালিকানায় একটি ফ্যাক্টরি করার আগ্রহ প্রকাশ করেন এবং এটা বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে নিরাময় কেন্দ্রের মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।