খাগড়াছড়িতে দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৪:৩২ পিএম
খাগড়াছড়িতে দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন এর আয়োজনে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মাদ ছাবের।

এসময় খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ, খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সনজিব ত্রিপুরা, দিঘীনালা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তন্ময় তালুকদার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ধনিষ্ঠা চাকমা, রামগড় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজ্জামেল হক, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাতসহ জেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মাদ ছাবের বলেন,"জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন" এর মাধ্যমে সুস্থ ও সবল জাতি গড়ে তোলার সরকারের যে লক্ষ্য তাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ন। খাগড়াছড়ি জেলার সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এইচআর